করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

0 152

দেশে করোনায় আক্রান্ত হয়ে মোঃ রাসেল বিশ্বাস (৩৫) নামের আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট ১৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে দেশের জন্য শহিদ হয়েছেন।২৮ মে বৃহষ্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের উপ-পরিদর্শক রাসেল বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য স্বজন রেখে যান।

 

২৮ মে বৃহষ্পতিবার বাংলাদেশ পুলিশ মিডিয়া পিএইচও নামক ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়। মোঃ রাসেল বিশ্বাস উপ-পরিদর্শক পদে সর্বশেষ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৪ এপ্রিল তার করোনা পজেটিভ ধরা পড়লে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে বৃহষ্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.