করোনারোধে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

0 174

ঢাকা : করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। করোনা প্রতিরোধের এ সম্মুখযোদ্ধা হলেন কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

Leave A Reply

Your email address will not be published.