অসহায় ও পথশিশুদের পাশে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রাল

0 322

করোনা পরিস্থিতিতে আহার প্রতিদিন (Meals Everyday) প্রোগ্রামের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পথ শিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে নারায়ণগঞ্জ রোটারি ক্লাব।

গতকাল (৮ জুন) বিকেল সাড়ে ৪ টায় খানপুর ডন চেম্বার এলাকায় পোল ষ্টার ক্লাবের মাঠে এবং জিমখানার গাউছিয়া সুন্নিয়া মক্তব খানায় রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের পক্ষ থেকে আহার প্রতিদিন (MEALS EVERYDAY) ৪০০ প্যাকেটজাত খাবার বিতরন করা হয়।

রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রাল প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনি বলেন, আমরা দীর্ঘ ২৯ বছর ধরে তাদের ক্লাবের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। করোনা মহামারী সময়েও তাদের সেবামূলক কাজ অব্যাহত রয়েছে।

রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রাল, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.